এডুলিচারের প্রতিষ্ঠাতা তাহের আলমাহদী ১৯৭৮ খ্রিষ্টাব্দের ৮ ডিসেম্বর বাংলাদেশের কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বানঘর গ্রামে জন্মগ্রহন করেন। পড়াশোনা করেন স্থানীয় নূরুল হক উচ্চ বিদ্যালয়, লাকসাম নওয়াব ফয়েজুন্নেসা সরকারী কলেজ ও নোয়াখালী সরকারী কলেজে। এরপর ২০০৫ খ্রিষ্টাব্দের ১৮ আগষ্ট ভাগ্যান্বেষণে পাড়ি দেন সুদূর মরুর দেশ সাউদী আরবে, বর্তমানে তিনি সাউদী আরব প্রবাসী। তিনি ১৯৯৭ খ্রিষ্টাব্দের ২৭ ডিসেম্বর শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বিশুদ্ধজ্ঞানের বিকাশের লক্ষ্যে এডুলিচার প্রতিষ্ঠা করেন। নানা ঘাত-প্রতিঘাতের কারণে ছাত্রাবস্থায় প্রতিষ্ঠিত এডুলিচারের স্বপ্নপূরণ সম্ভব হয়ে উঠেনি তাঁর। প্রবাস জীবনে এসেও তিনি তাঁর স্বপ্নের কথা ভুলে যাননি। একাকী কাজ চালিয়ে গেছেন এডুলিচারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে। অনলাইন ভিত্তিক এডুলিচার বিশুদ্ধজ্ঞানের প্রত্যয়ে পরিচালনা করে কয়েকটি অনলাইন আর্কাইভের। বিদ্যাসাগর থেকে কাজী নজরুল ইসলাম পর্যন্ত প্রখ্যাত সাহিত্যিকদের সাহিত্য নিয়ে তৈরী করেন রচনাবলী প্রকল্প। এরপর হাত দেন শব্দকোষ প্রকল্পে। এই প্রকল্পের অধীনে বাস্তবায়ন করেন জ্ঞানেন্দ্রমোহন দাসের বাঙ্গালা ভাষার অভিধান, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষসহ কয়েকটি অনলাইন শব্দকোষ প্রকল্প। সম্প্রতি মূল প্রকল্প হিসেবে কাজ শুরু করেন এডুলিচার-এর। এই রকম বৃহৎ প্রকল্পের বাস্তবায়ন একার পক্ষে সময় সাপেক্ষ, ব্যয়বহুল ও কষ্টসাধ্য ব্যাপার, তবু তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।